বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ((ভিবি-জি রাম জি) বিল পাস হয়ে গেল লোকসভায়। এনিয়ে সংসদে হট্টগোল। বিরোধী সাংসদরা সরকারের বিরুদ্ধে মহাত্মা গান্ধীকে অপমান করার অভিযোগ করেছে। সেই সঙ্গে ১০০ দিনের কাজকে দুর্বল করার অভিযোগও উঠেছে সরকারের বিরুদ্ধে।