Advertisement

Rahul Gandhi Takes A Cab Ride: ট্যাক্সিতে উঠলেন রাহুল গান্ধী, বিশ্বাসই হয়নি সুনীলের

বসত উত্তরপ্রদেশের এটার মনপুর গ্রাম। কয়েক বছর ধরে তিনি দিল্লিতে ট্যাক্সি চালান। সেই সুনীল উপাধ্যায় এখন মিডিয়ার শিরোনামে। কারণ তাঁর ক্যাবে উঠেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর ক্যাবে হাইপ্রোফাইল যাত্রী বসতে চলেছেন তা ঘুণাক্ষরেও টের পাননি। কংগ্রেস অফিসে গিয়ে দেখেন রাহুল গান্ধী সওয়ারি। শুরুতে বিশ্বাসই হয়নি সুনীলের। প্রায় ৫৫ মিনিট ধরে সুনীলের ক্যাবে ছিলেন রাহুল। ক্যাব সফরে চালক সুনীলের সমস্যা নিয়ে কথা বলেছেন। পরিবারের সম্পর্কেও জানতে চান রাহুল। দুদিন বাদে সুনীলের পরিবারের সঙ্গে ডিনারও সারেন কংগ্রেস সাংসদ।

Advertisement
POST A COMMENT