Advertisement

Jaganath Temple: ঘরে বসেই দেখুন পুরীতে জগন্নাথদেবের স্নানযাত্রার VIDEO

পুরীতে সাড়ম্বরে পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা। ওডিশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি এ দিন স্নানযাত্রায় অংশ নেন। স্নানযাত্রা দেখতে উপচে পড়ে ভক্তদের ভিড়। জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের এক আধিকারিক জানান, 'ভোর পৌনে ৬টার সময়ে নিয়ে আসা হয় ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ। সকাল ৯টা বাজতে পাঁচ মিনিট আগে পাহন্ডি প্রথা শেষ হয়।' ১০৮ কলসি জল ঢেলে স্নান করানো হয়।

TAGS:
Advertisement
POST A COMMENT