scorecardresearch
 
Advertisement

Cyclone Biparjoy: আর কোনও জল্পনা নয়, 24 ঘণ্টার মধ্যে ঘণীভূত হবে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'

Cyclone Biparjoy: আর কোনও জল্পনা নয়, 24 ঘণ্টার মধ্যে ঘণীভূত হবে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'

আর কোনও জল্পনা নয়, 24 ঘণ্টার মধ্যে ঘণীভূত হবে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'। এমটাই জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। দক্ষিণপূর্ব আরব সাগরের উপর ঘূর্ণিঝড়ের একটি সিস্টেম তৈরি হয়েছে। এর জেরে ওই গোটা এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী 24 ঘণ্টার মধ্যেই এই নিম্নচাপ তৈরি হতে পারে বলে খবর। আগামী 48 ঘণ্টার মধ্যে তা শক্তি বাড়িয়ে ফের আরব সাগরেরই উত্তর ও দক্ষিণপূর্ব দিকে আরও এগোবো বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ভারতে বর্ষা প্রবেশের মুখে এই ঘূর্ণিঝড়ের দিকে বিশেষ নজর দিচ্ছেন আবহাওয়াবিদরা।

Low-pressure area to intensify over Arabian Sea in 24 hours

Advertisement