Advertisement

Mahakal Temple: মহাকালেশ্বরে ভস্ম আরতি দেখার সৌভাগ্য সকলের হয় না, VIDEO

১২টি জ্যোতির্লিঙ্গের একটি হল উজ্জয়িনীর মহাকালেশ্বর। ভক্তদের বিশ্বাস,মহাকালেশ্বর দর্শন জীবনের এক পরম প্রাপ্তি। বহু যুগ, বহু বিদেশি শত্রুর আক্রমণ হয়েছে এই মন্দিরে। কিন্তু মহাকাল আজও সমান জাগ্রত। এহেন মহাকালেশ্বরে ভস্ম আরতি দেখাও বিরাট সৌভাগ্যের। বলা হয়, মহাকালের ভস্ম আরতি দর্শন করলে সব মনের ইচ্ছে পূর্ণ হয়।

Advertisement
POST A COMMENT