Advertisement

Cheetah: দেশে আনা হচ্ছে ২০ টি চিতা, খরচ প্রায় ৭৫ কোটি

আজ থেকে প্রায় ১১৮ বছর আগে গোয়ালিয়রের মহারাজ মাধৌরাও সিন্ধিয়া দক্ষিণ আফ্রিকা থেকে সিংহ এনে কুনো উপত্যকার জঙ্গলে তাদের জায়গা করে দিয়েছিলেন। এবার সিন্ধিয়া পরিবারের ফের সেই জঙ্গলে বাঘের বসতি স্থাপনে উদ্যোগী হয়েছে। সব ঠিক থাকলে কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রদেশের জঙ্গলে চিতার গর্জন শুনতে পাবেন। দেশে চিতা আনার পরিকল্পনা ৩ বছর ধরে চললেও করোনার কারণে তা পিছিয়ে যায়। জানা গিয়েছে, আফ্রিকা থেকে মধ্যপ্রদেশের শেওপুরের কুনো ন্যাশনাল পার্কে ২০টি চিতা আনা হবে। কুনো জাতীয় উদ্যানে দুই ধাপে ১০টি পুরুষ ও ১০টি স্ত্রী চিতা আনার পরিকল্পনা রয়েছে। ৫ বছরের জন্য ২০ চিতার রক্ষণাবেক্ষণে ৭৫ কোটি টাকা খরচ হবে বলে অনুমান।

Twenty Cheetah will be brought to Madhya Pradesh from Africa

Advertisement
POST A COMMENT