Advertisement

Insaniyat Yuva Mandal Samiti: নিঃস্বার্থভাবে অবলা প্রাণীদের সেবা একদল যুবকের

কারও হাত নেই কারও পা নেই। কারও আবার লেজ কাটা। হ্যাঁ, আমরা কুকুর, বাঁদর, বেড়াল এদের কথা বলছি। এই অসহায় প্রাণীদের দেখাশোনা করছে মধ্যপ্রদেশের ভিন্দ জেলার একদল যুবক। নিঃস্বার্থভাবে এই প্রাণীদের যত্ন করার দায়িত্ব নিয়েছে তারা।

Advertisement
POST A COMMENT