Advertisement

Madhya Pradesh Man Cheats His Wife: লোকের বাড়ি বাসন মেজে স্বামীকে পড়ালেন, চাকরি পেয়েই স্বামীর দ্বিতীয় বিয়ে

সংসারের কঠিন সময়ে শক্ত করে স্বামীর হাত ধরে রেখেছিলেন স্ত্রী। নুন আনতে পান্তা ফুরনো পরিস্থিতিতেও হাসি মুখে পরের বাড়িতে পরিচারিকার কাজ, দিনমজুরি করে জুগিয়েছিলেন স্বামীর পড়াশোনার খরচ। স্বামীর তখন চাকরি ছিল না। শেষ পর্যন্ত স্ত্রীর কষ্টার্জিত উপার্জনে আর নিজের মেধায় সরকারি চাকরি পান স্বামী। কিন্তু চাকরি পেয়েই নিজের রূপ দেখালেন তিনি। স্ত্রীকে ছেড়ে অন্য নারীর সঙ্গে সংসার পাতলেন। এটাই বোধহয় দেখা বাকি ছিল স্ত্রীর। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। অভিযুক্ত স্বামীর নাম কামরু হাথিলে। তিনি দীর্ঘদিন ধরেই ব্যাঙ্কে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। বর্তমানে তিনি মধ্যপ্রদেশে ট্যাক্স অফিসার পদে কর্মরত। সূত্রের খবর, 2015 সালে কামরুর সঙ্গে পরিচয় হয় মমতার।

Madhya Pradesh Man Cheats His Wife

Advertisement