Advertisement

Maharashtra Fire: পুরো বিল্ডিং জ্বলছে, থানের সারাভালিতে একটি কারখানায় ভয়াবহ আগুন

মহারাষ্ট্রের ভিওয়ান্ডি তালুকের সারাভালি এমআইডিসিতে একটি কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের গাড়ি। আগুন নেভানোর চেষ্টা চলছে। ভিওয়ান্ডি ফায়ার ব্রিগেডের আধিকারিক, প্রমোদ কাকাদে জানান, "সারাভালি গ্রামে অবস্থিত একটি কারখানায় আগুন লেগেছিল... ঘটনাটি ঘটেছে সকাল ৩ টে নাগাদ। আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কি কি ক্ষতি হয়েছে তা বোঝা যাচ্ছে না।

Advertisement
POST A COMMENT