১০ মার্চ খুলছে কেদারনাথ মন্দিরের দরজা। ভক্তরা ওই দিন সকাল ৭টা থেকে দর্শন করতে পারবেন। তার আগে আজ অর্থাত্ শুক্রবার শিবরাত্রি উপলক্ষ্যে শুধুমাত্র বিস্কুট দিয়েই কেদারনাথ মন্দির গড়ে তাক লাগালেন শিল্পী অজয় গুপ্তা। প্রয়াগরাজের এই শিল্পী জানালেন, মোট ২ হাজার ১৫১টি বিস্কুট লেগেছে মন্দিরটি গড়তে।