সম্ভাবনাটা তৈরি হয়েছিল আগেই। এবার এল মান্যতা। শুক্রবার আটই ডিসেম্বর এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে সংসদে ধ্বনিভোটে খারিজ হয়ে যায় মহুয়া মৈত্রের সাংসদ পদ। এরপরই মহুয়া জানিয়েছিলেন তিনি লড়াইয়ের ময়দান ছেড়ে যাবেন না। আইনি পথে এগোতে পারেন মহুয়া এই সম্ভাবনাও মাথাচারা দিয়েছিল। অবশেষে তাই হল। লোকসভা থেকে বহিষ্কার নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রাথমিক ভাবে মামলা দায়ের করলেন মহুয়া।
Mahua Moitra Will Go To The Supreme Court Regarding The Expulsion