scorecardresearch
 
Advertisement

India Maldives : বিশ্বাসঘাতক মালদ্বীপ প্রেসিডেন্ট মইজ্জু ভারতের বিরুদ্ধে নতুন ফন্দি এঁটেছে!

India Maldives : বিশ্বাসঘাতক মালদ্বীপ প্রেসিডেন্ট মইজ্জু ভারতের বিরুদ্ধে নতুন ফন্দি এঁটেছে!

ভারতের সঙ্গে আরও দূরত্ব বাড়াল মালদ্বীপ। প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু জানিয়ে দিলেন, জল সংক্রান্ত একটি চুক্তি আর পুনর্নবীকরণ করা হবে না। জলে মলদ্বীপ একাই নজরদারি চালাবে। সঙ্গে মুইজ্জু জানিয়ে দিলেন, 10 মের পর সে দেশে ইউনিফর্ম পরা অথবা সাধারণ নাগরিকের পরিচিতিতে সাদাপোশাকের একজন ভারতীয় সেনাকেও থাকতে দেওয়া হবে না। এর আগে রাষ্ট্রপতির কার্যালয়ের পাবলিক পলিসি সেক্রেটারি আবদুল্লাহ নাজিম ইব্রাহিম জানিয়েছিলেন, রাষ্ট্রপতি মুইজু আনুষ্ঠানিকভাবে 15 মার্চের মধ্যে ভারতকে সেনাবাহিনী প্রত্যাহার করতে বলেছেন ৷ তারপরেই দু’দেশের দু’টি বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই সামরিক কর্মীদের বেসামরিক ভারতীয় কর্মীদের দ্বারা প্রতিস্থাপিত করা হবে ৷ প্রথম ব্যাচটি 10 মার্চ এবং শেষ ব্যাচটি 10 মে বদলানো হবে । ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভারতীয় নাগরিকদের প্রথম ব্যাচ মলদ্বীপে পৌঁছেছিল । তারপরেই মুইজ্জুর এই দাবি ফের জটিলতা বাড়াল ৷

Maldives President Mohamed Muizzu says they will not renew agreement with India to conduct hydrographic surveys

Advertisement