মালেগাঁও বিস্ফোরণ মামলায় ৭ অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিল বিশেষ এনআইএ আদালত। এর মধ্যে রয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ সাধ্বী প্রজ্ঞাও। মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় 'হিন্দু সন্ত্রাসে'র ধুয়ো উঠেছিল। রায় বেরোনোর পর কী বলছেন অখিলেশ যাদব, দিগ্বিজয় সিং এবং রেণুকা সিংরা।