মালেগাঁও মামলায় ৭ অভিযুক্ত বেকসুর খালাস হতেই সোচ্চার হল বিজেপি। রবিশঙ্কর প্রসাদ বললেন,'স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম গেরুয়া সন্ত্রাসবাদের কথা বলেছিলেন। ভারতের তেরঙাতে গেরুয়া আছে। ভারতের সাংস্কৃতিক আধ্যাত্মিক রং গেরুয়া'। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস বলেন,'কংগ্রেসের ইউপিএ সরকার গেরুয়া সন্ত্রাসবাদ, হিন্দু সন্ত্রাসবাদের ষড়যন্ত্র তৈরি করেছিল। সত্য সামনে চলে এল। ভোটব্যাঙ্ককে খুশি করতেই কংগ্রেস ন্যারেটিভ এনেছিল'।