১৫-১৬ বছর ধরে গেরুয়া সন্ত্রাসের কাহিনি চালানো হয়েছিল। তাতে বিরাম লাগল। মালেগাঁও রায়ের পর এমন দাবি করলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা মহবুব মুজাবর। তাঁর কথায়, 'মোহন ভাগবতকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছিল। আমি সেটা করিনি। তাই বদনাম করেছিল আমায়। আদালতে সে সব বলেছি'।