Advertisement

'খালি বলে আমি একাই একশো', Amit Shah-র খোঁচায় চটলেন Kharge, PM Modi-র বক্তব্য দাবি

রাজ্যসভায় অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য জানতে চান বিরোধী সাংসদরা। তাঁরা হইহট্টগোলও করেন। সেই সময় অমিত শাহ বলেন,'আমি একাই আপনাদের সামলে দিতে পারি'। শাহের ওই মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন,'তোমাদের চেয়ে দ্বিগুণ শক্তিশালী আমরা'।

Advertisement
POST A COMMENT