Advertisement

Mamata Meet Lalu:'রাবড়ির দাম কত?' লালু সাক্ষাতে সংসদের সেই রসিকতা মনে পড়ল মমতার

নীতিশ কুমারের উদ্যোগে বিহারের পাটনায় বিরোধীদের বৈঠক শুক্রবার। বৃহস্পতিবারই পাটনায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পাটনায় লালু প্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতের পর সাংবাদিক তিনি জানান, লালুজিকে দেখে ভাল লাগল, উনি ভাল আছেন। এরপরই তিনি স্মৃতিচারণ করেন লালু প্রসাদ যাদবের সঙ্গে সংসদে রসিকতার কথা। মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনাতে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে বলেন, রাবড়ির দাম কত। লালু তখন কী বলেন জানেন।

Advertisement
POST A COMMENT