সদ্য চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস রাজামুন্দি স্টেশনে থামলে, এক ব্যক্তি তাতে উঠে সেলফি তোলেন। কিন্তু এরপরই স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যায়। ওই ব্যক্তি দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হন। ট্রেন ততক্ষণে চলতে শুরু করে দিয়েছে বিশাখাপত্তনমের দিকে। ট্রেনে থাকা কর্মকর্তারা তাকে দেখেন। তাদেরকে তিনি সেলফি তোলার কথা বলেন। এরপর ওই ব্যক্তিকে বিশাখাপত্তনম পর্যন্ত যেতে হয়। যদিও তার কাছ থেকে কোনও জরিমানা করা হয়নি। তবে বিশাখাপত্তনম পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে। তবে বিশাখাপত্তনমে নেমে তিনি কিভাবে রাজামুন্দি ফিরে গেছেন তা জানা যায়নি।
A man takes a selfie as the Vande Bharat Express stops at Rajahmundry station