Advertisement

Manipur Violence: মণিপুরে INDA জোট প্রতিনিধি দল, দেখা করলেন রাজ্যপালের সঙ্গে

মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন INDA জোটের প্রতিনিধি দল। দেখা করেন মণিপুরের রাজ্যপাল আনুসুইয়া উইকেয়ের সঙ্গে। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, ২১ জন সাংসদ রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। অধীর চৌধুরী বলেন,রাজ্যপাল বলেছেন বিরোধী দল ও শাসকদল একসঙ্গে এই সমস্যার সমাধান করা উচিত।

Advertisement
POST A COMMENT