Advertisement

Manipur Violence: হিংসা পীড়িতদের দেখতে মণিপুরে রাহুল গান্ধী,ঢুকতে দিল না পুলিশ

মণিপুরে হিংসা কবলিত এলাকায় রাহুল গান্ধীকে ঢুকতে দিল না পুলিশ। ইম্ফল বিমানবন্দরে নেমে তিনি হিংসা পীড়িতদের সঙ্গে দেখা করার উদ্দেশে রওনা দেন। পথেই রাহুলের কনভয়কে বাধা দেয় পুলিশ। তারা জানিয়েছে,অশান্তির আবহে কনভয় থামিয়ে দেওয়া হয়েছে বিষ্ণুপুর জেলায়। রাহুল ইম্ফল থেকে মাত্র ২০ কিলোমিটার যেতে পেরেছেন। বিষ্ণুপুরের এসপি জানিয়েছেন, রাহুল-সহ কাউকেই এগোতে দেওয়া যাবে না। তাঁদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার।

Advertisement
POST A COMMENT