Advertisement

Sikkim Rain Teesta River: সিকিমে প্রবল বৃষ্টি, ভেসে গেছে লাচুং রোড, ফুঁসছে তিস্তা

উত্তরবঙ্গে দুর্যোগের ঘনঘটা। সিকিমে প্রবল বর্ষণের কারণে জলস্তর বাড়ল তিস্তা নদীর। কালিম্পং হয়ে দার্জিলিংগামী রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছে। যার জেরে আতঙ্কে স্থানীয় বাসিন্দা। তিস্তা বাজার সহ কালিম্পঙের একাধিক এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। গত বছর তিস্তার জলে ভেসে গিয়েছিল বেশ কিছু এলাকা। চলতি বর্ষার মরশুমে যেভাবে তিস্তা ফুঁসছে, তাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সিকিমে তুমুল বৃষ্টির কারণে ভেসে গিয়েছে লাচুং রোড। প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে একটি বাড়িও। সিকিমে বৃষ্টির প্রভাব পড়েছে তিস্তা নদীতে। তিস্তার জলস্তর ক্রমশ বাড়ছে। গত বছর ডিসেম্বরে তিস্তার জলে ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই ক্ষত সারতে না সারতেই ফের বিপর্যয়ের মুখে এলাকার বাসিন্দারা।

Advertisement
POST A COMMENT