Advertisement

Explosives Dump Found: ওড়িশা-ছত্তিশগড় সীমানায় মিলল মাওবাদীদের অস্ত্র-বিস্ফোরক ভাণ্ডার

স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং জেলা স্বেচ্ছাসেবী বাহিনী (ডিভিএফ) এর নিরাপত্তা কর্মীরা মালকানগিরি জেলার ওড়িশা-ছত্তিশগড় সীমান্তবর্তী একটি জঙ্গলের কাছে একটি মাওবাদী ডাম্প খুঁজে পেয়েছেন। আটক করা অস্ত্রের মধ্যে রয়েছে ৪০ কেজি ওজনের ছয়টি ল্যান্ডমাইন, ১৫০টি জেলিটিন স্টিক এবং একটি দেশীয় বন্দুক। এছাড়া অস্ত্র ও গোলাবারুদ, আইইডি এবং অন্যান্য আরও জিনিস। সন্দেহ করা হচ্ছে যে এই বিস্ফোরকগুলি বেসামরিক এবং নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করার উদ্দেশ্যে ছিল। তুলসী এবং কিরিমিটি গ্রামের মধ্যবর্তী একটি বনাঞ্চলে পাওয়া গেছে এই অস্ত্র ভাণ্ডার।

Advertisement
POST A COMMENT