Advertisement

Masane ki Holi : বারাণসীর মণিকর্নিকা ঘাটে চিতাভস্মের হোলি, দেখুন

বারাণসীর মণিকর্ণিকা ঘাটে চিতার আগুন কখনও নেভেনা। সারি সারি চিতা জ্বলে এখানে প্রতিদিন। কিন্তু হোলি সময় এর ছবিটা অনেকাই বদলে যায়। রঙের বদলে এখানে যজ্ঞের ভস্ম, চিতার ছাই অঘোরীদের হবনকুণঅড ও ধুনি দিয়েই খেলা হয় হোলি। কথিত আছে একাদশীর দিন দেবী পার্বতী, দেবতা ও ভক্তদের সঙ্গে হোলি খেলেন। পরের দিন স্নান করতে মণিকর্ণিকা ঘাটে আসেন ও চিতাভস্ম দিয়ে ভূত প্রেতের সঙ্গে হোলি খেলেন। সেই প্রথা মেনেই আজ চলে আসছে এই মাসানে কি হোলি।

banaras manikarnika ghat chita bhasma holi

Advertisement