Advertisement

Massive Fire In Secunderabad: সেকেন্দ্রাবাদে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন

শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন। ভিতরেই পুড়ে মৃত্যু একাধিক। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ সেকেন্দ্রাবাদের স্বপ্নলোক কমপ্লেক্সে আগুন লাগে। সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। মিনিট পাঁচেকের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। শুরু হয় অগ্নিনির্বাপণের কাজ। কিন্তু ওই বাণিজ্যিক কমপ্লেক্সের ভিতরেও বেশ কিছুটা অংশে আগুন ছড়িয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় কমপ্লেক্সের ভিতরে থাকা বহু দোকান। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় রাত 11টার দিকে দমকলের 13টি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার সময় ওই শপিং কমপ্লেক্সের ভিতরেই কমপক্ষে 13 জন আটকে পড়েন। তাদের উদ্ধারেরচেষ্টা করা হলেও, অগ্নিদগ্ধ হয়ে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্য়াও বাড়ছে তবে কী কারণে ওই শপিং কমপ্লেক্সে আগুন লাগে, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Massive Fire Breaks Out In Telangana's Secunderabad, Fire Tenders On Spot

Advertisement