Advertisement

একের পর এক LPG যখন বিস্ফোরণ হতে শুরু করল!

রাতের অন্ধকারে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। মঙ্গলবার জয়পুর-অজমের জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা এলপিজি সিলিন্ডার বহনকারী একটি ট্রাকে এসে ধাক্কা মারে একটি ট্যাঙ্কার। সংঘর্ষের জেরেই সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন লাগে এবং বিস্ফোরণ ঘটতে শুরু করে। স্থানীয়েরা জানান, সেই সময়ে ওই ট্রাকটির চালক খাবারের খোঁজে গাড়ি থেকে নেমেছিলেন। ঘটনার পরে আর তাঁর হদিস মেলেনি। অন্য দিকে, গুরুতর আহত হন ওই ট্যাঙ্কার চালক-সহ দু-তিন জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া, পুলিশ এবং দমকল বাহিনী। আহত চালককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement
POST A COMMENT