Advertisement

Mata Vaishno Devi Temple Dress Code: বৈষ্ণোদেবীর মন্দিরে ড্রেস কোড না মানলে সোজা 'নো এন্ট্রি'

পুরীর জগ্গনাথ মন্দিরের পর এবার জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দির। অশালীন পোশাক পরলে আর মন্দিরে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। মন্দিরর গেট থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হবে তাঁদের। নবরাত্রির মাস শুরু হতে না হতেই এমনিতে ভক্তদের ঢল নেমেছে বৈষ্ণোদেবী দর্শনে। তার মধ্যেই এবার চালু হয়ে গেল ভক্তদের জন্য ড্রেস কোড। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, মাত্রারিরিক্ত ভিড়ে কথা মাথায় রেখেই মূলত দর্শনার্থীদের জন্য কিছু কঠোর নিয়ম চালু করা হচ্ছে।

Mata Vaishno Devi Temple Dress Code

Advertisement