scorecardresearch
 
Advertisement

Everest Base Camp: আড়াই বছর বয়সে এভারেস্ট বেস ক্যাম্পে সিদ্ধি, ঠাকুমার জন্য বরফ না আনতে পারার আক্ষেপ

Everest Base Camp: আড়াই বছর বয়সে এভারেস্ট বেস ক্যাম্পে সিদ্ধি, ঠাকুমার জন্য বরফ না আনতে পারার আক্ষেপ

মাত্র আড়াই বছর বয়সে সিদ্ধি মিশ্র এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে গেছে। এত কম বয়সে এভারেস্টে পৌঁছে যাওয়ায় সবার থেকে তাকে আলাদা করেছে। সিদ্ধি মিশ্র তার বয়সী অন্য শিশুর মতো ভোপালে তার বাড়ির দেয়ালে স্ক্রিবলিং এবং ডুডলিং পছন্দ করে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৩৬৪ মিটার উঁচুতে অবস্থিত নেপালের মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোর জন্য তিনি সর্বকনিষ্ঠ সন্তানদের একজন হয়ে উঠেছেন। তার বাবা-মায়ের সঙ্গে সিদ্ধি ১২ মার্চ অভিযানে নামে এবং ১০ দিন পর লক্ষ্যে পৌঁছায়। সিদ্ধির মা ভাবনা নিজে একজন পেশাদার পর্বতারোহী। সিদ্ধি এভারেস্ট বেস ক্যাম্প থেকে তার দাদীর জন্য বরফ আনতে চেয়েছিল তবে তা করতে পারেননি।

Advertisement