ইতিহাস গড়লেন ক্যাপ্টেন ফতিমা ওয়াসিম। দুর্ভেদ্য সিয়াচেন হিমবাহে নিয়োজিত ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা মেডিক্যাল অফিসার হয়ে নজির গড়েছেন সিয়াচেন ওয়ারিয়র্সের ক্যাপ্টেন ফতিমা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপ্টেন ফতিমা ওয়াসিমের অদম্য মনোভাব কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, ক্যাপ্টেন ফাতিমাকে সিয়াচেন ব্যাটল স্কুলে কঠোর প্রশিক্ষণের পর 15,200 ফুট উচ্চতায় একটি পোস্টে নিয়োগ করা হয়েছিল।
Meet Army's 1st woman medical officer posted on Siachen Glacier.