Advertisement

Vasudhaiva Kutumbakam: জি ২০-র মঞ্চে ১০১ সঙ্গীতজ্ঞ ও কণ্ঠশিল্পীর মেলবন্ধনে 'সুর বসুধা'র সুরেলা জাদু

বারাণসীতে জি ২০ সংস্কৃতি মন্ত্রিদের সভায় ১০১ জন সঙ্গীতজ্ঞ ও কণ্ঠশিল্পী পরিবেশন করলেন সুর বসুধা নামে এক সুরেলা জাদু। 'বসুধৈব কুটুম্বকম' অনুসরণ করে ২৯টি ভাষা এবং বিভিন্ন দেশের সাংস্কৃতিক ছাপ এই সঙ্গীত নদীতে মিশে যায়। ভারতের ৬১ জন সঙ্গীতজ্ঞ এবং কণ্ঠশিল্পী এবং অন্যান্য দেশের ৪০ জন সঙ্গীতজ্ঞ এবং কণ্ঠশিল্পী ছিলেন।

Advertisement
POST A COMMENT