Advertisement

Meri Maati-Mera Desh: 'মেরি মাটি-মেরা দেশ' কর্মসূচিতে সাম্বাতে মেগা সমাবেশ জম্মু ও কাশ্মীর পুলিশের

আজাদি কা অমৃত মহোৎসবের অধীনে 'মেরি মাটি মেরা দেশ' কর্মসূচির অংশ হিসাবে সাম্বাতে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। বুধবার হাজার হাজার মানুষ এই মেগা সমাবেশে যোগ দেয়। ঐতিহাসিক সাম্বা দুর্গে এই সমাবেশ শেষ হয়। সাম্বাতেই রয়েছে দক্ষিণ পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত।

Advertisement
POST A COMMENT