scorecardresearch
 
Advertisement

VIDEO: ৪৩৪ টি দেশলাই কাঠি দিয়ে তৈরি জগন্নাথ দেবের রথ, চমক এল ঈশ্বরের

VIDEO: ৪৩৪ টি দেশলাই কাঠি দিয়ে তৈরি জগন্নাথ দেবের রথ, চমক এল ঈশ্বরের

আগামী ১২ ই জুলাই উড়িষ্যার পুরীতে শুরু হতে চলেছে রথযাত্রা উৎসব। আর তার আগেই এবার ৪৩৪ টি দেশলাই কাঠি দিয়ে রথ বানিয়ে চমক লাগালেন উড়িষ্যারই এক ক্ষুদ্র শিল্পী। নাম-এল ঈশ্বর রাও, বাড়ি খুরদা জেলার জাটনি গ্রামে। ৪.৫ ইঞ্চি লম্বা দেশলাই কাঠির তৈরি রথের মধ্যে রয়েছে তিনটি প্রতিমাও। এই রথ তৈরি করতে তার মোট নয় দিন সময় লেগেছে বলে জানাগিয়েছে। এর আগেও তিনি খড়ি খোদাই করে তাজমহল, বিশ্বকাপের আগে পেন্সিলের সীস দিয়ে বিশ্বকাপ, এবং সাবান কেটে সরদার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। জানা গিয়েছে দীর্ঘ ২৫ বছর ধরে এই ক্ষুদ্র শিল্পের অনুশীলন করে চলেছেন তিনি। এই শিল্পীর নিজস্ব একটি মিউজিয়াম রয়েছে। এছাড়াও ‘ঈশ্বর আর্ট এন্ড ক্রাফট সোশ্যাল ফাউন্ডেশন’ নামে তার একটি সংগঠন রয়েছে যেখানে শিশুদের বিনামূল্যে ক্ষুদ্র শিল্পের প্রশিক্ষণ দেওয়া হয়।

Advertisement