Advertisement

Mithun Chakraborty Reply To Bilawal Bhutto: ভারতকে বিলাওয়ালের যুদ্ধ-হুমকি, মিঠুনের কটাক্ষ, 'প্রস্রাব করে দিলে সুনামি হবে'

ভারতকে ফের যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। হুঁশিয়ারি, সিন্ধুর জল না দিলে পাকিস্তান মোদী সরকারকে ও গোটা ভারতকে শেষ করে দেবে। এমন যুদ্ধ হবে যে, ভারত হারবেই। বিলাবলের এই মন্তব্যকে চরম কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর কটাক্ষ, ভারতের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করে দিলে পাকিস্তানে গিয়ে, ওই দেশে সুনামি চলে আসবে।

Advertisement
POST A COMMENT