Advertisement

Maharashtra MLA House Fire: দাউ দাউ করে জ্বলল বিধায়কের বাড়ি-দামি গাড়ি, জনতার ক্ষোভ

বিধায়কের বাড়িতে আগুন আন্দোলনকারীদের। মহারাষ্ট্রের বিড জেলায় NCP বিধায়ক প্রকাশ সোলাঙ্কের বাড়ি ভাঙচুর করে মারাঠা কোটা আন্দোলনকারীরা। এরপর তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিধায়কের প্রাসাদোপম, দুধ সাদা বাড়ি দাউ-দাউ করে জ্বলতে দেখা গিয়েছে একাধিক ভিডিয়োতে। তাঁর বাড়িতে পার্ক করা দামি SUV গাড়িতেও আগুন দেওয়া হয়েছে, জানিয়েছে পুলিশ।

Advertisement
POST A COMMENT