Advertisement

Mohan Bhagwat: ভারত এগোচ্ছে বলে অন্যরা জ্বলছে! ট্যারিফ কুমার ট্রাম্পকে গুছিয়ে ধুলেন মোহন ভগবত

Tariff Issue তে India US Relation নিয়ে চর্চা অব্যাহত। এই ইস্যুকে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক কোন দিকে মোড় নিয়েছে সেটাও সকলেরই জানা। Donald Trump ৫০ শতাংশ ট্যারিফ চাপালেও তাতে একেবারেই পাত্তা দেয়নি ভারত। এই পরিস্থিতিতে ভারতকে আবার কাছে টানার চেষ্টা শুরু করে দিয়েছে আমেরিকা। আর এই সবের মাঝেই ট্যারিফ ইস্যুতে নাম না করে ডোনাল্ড ট্রাম্প তথা আমেরিকাকে নিশানা করলেন RSS Chief Mohan Bhagwat। এক মঞ্চে বক্তব্য রাখার সময় মোহন ভাগবত বলেন, বিশ্বে অনেকে ভয় পায়, এ বড় হলে, আমার কী হবে? ভারত বড় হলে আমাদের স্থান কোথায় যাবে? তাই ট্যারিফ লাগু কর। আমরা তো কিছু করিনি। সাত সমুদ্র দূরে আপনারা রয়েছেন, আমরা এখানে আছি, কোনও সম্পর্ক নেই, কিন্তু ভয় পায়। শুনুন কী বললেন মোহন ভাগবত।

Advertisement