Advertisement

Monkeypox in India: দেশে আরও ১ মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ, কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য?

বিশ্বের ৮০টি দেশে থাবা বসিয়েছে মাঙ্কিপক্স ভাইরাস। উদ্বেগ বাড়িয়ে দেশেও ইতিমধ্যে ৯ জন মাঙ্কিপক্সে আক্রান্ত। চিন্তা বাড়াচ্ছে দিল্লি ও কেরালা। খবর অনুযায়ী, গতকাল দিল্লিতে এক নাইজেরিয় ব্য়ক্তির শরীরে মাঙ্কিপক্সের ভাইরাস মিলেছিল। আজও এক ৩১ বছর বয়সী মহিলা মাঙ্কিপক্সে আক্রান্ত হন। সম্প্রতি তাঁর বিদেশভ্রমণের ইতিহাস রয়েছে।

Monekypox in india 31 year old woman has tested positive in delhi west bengal precautions

Advertisement
POST A COMMENT