Advertisement

Kashmir Kishtwar এ Cloud Burst পাহাড় ফেটে নেমে এল কাদা-জল! মৃত্যুমিছিল, ভয়াবহ VIDEO

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে মেঘ ভাঙা বৃষ্টিতে বড় বিপর্যয়ের খবর পাওয়া যাচ্ছে। এর ফলে হড়পা বানে নদী উপচে পড়েছে। এই ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কিস্তওয়ারে জেলার মাছাইল মাতা যাত্রা রুটের তাশোটি এলাকায় মেঘ ভাঙনের এই ঘটনাটি ঘটেছে। মেঘ ভাঙা বৃষ্টির জেরে তৈরি হওয়া হড়পা বানে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে একটি লঙ্গরখানা। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সেখানকার ডিসির সঙ্গে কথা বলেছেন। ডিসির মতে, উদ্ধার কাজ শুরু করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ২০০ থেকে ৩০০ জন আটকা পড়ার আশঙ্কা রয়েছে। এই ঘটনার পর, খারাপ আবহাওয়া এবং বর্তমান জরুরি পরিস্থিতির কারণে মাছাইল মাতা মন্দিরে ভক্তদের ভ্রমণ এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। কাশ্মীরের রাজৌরি এবং মেন্ধার থেকেও মেঘ ভাঙা বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে।

Advertisement
POST A COMMENT