গুরুতর অসুস্থ বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ। রোগশয্যায় রয়েছেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে এবার সুদূর মদিনায় মাথা ঠেকিয়ে প্রার্থনা করলেন তাঁরই এক মুসলিম ভক্ত। গড়লেন অনন্য নজির।