মুসলমানদের বাড়ি কেনার সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে। 2023 সালের শেষ নাগাদ ভারতে মুসলিম জনসংখ্যা এখন প্রায় 20 কোটি। যা ভারতের মোট জনসংখ্যার 14.2%। প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট। দেশের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পরিসংখ্যান নিয়ে ফের চর্চা শুরু কেন্দ্রের। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি একটি লিখিত উত্তর দিয়েছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন 2023 সালের জন্য ভারতে আনুমানিক মুসলিম জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় 19.7 কোটি। স্মৃতি ইরানি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে 2011 সালের আদমশুমারির তথ্যের ভিত্তিতে, মুসলমানরা মোট জনসংখ্যার 14.2 শতাংশ ছিল। অনুমান করা হচ্ছে 2023 সালের মধ্যে তাদের জনসংখ্যা 19.7 কোটিতে পৌঁছবে, যা 2011 সালের তুলনায় আড়াই কোটি বেশি। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুসারে, মুসলিম জনসংখ্যা ছিল 17.2 কোটি।
Muslim Population in India 2023