Advertisement

Kargil Vijay Diwas: দিল্লি থেকে দ্রাস যাত্রা, কার্গিল বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে ২৫ মহিলা বাইকার

সোমবার ২৫ জন মহিলা বাইকারের একটি দল কার্গিল বিজয় দিবসের ২৪ তম বার্ষিকী উপলক্ষে শ্রীনগর থেকে দ্রাস পর্যন্ত "নারী সশক্তিকরণ" র‌্যালির শেষ পর্যায়ে যাত্রা করেছে৷ সাত দিনে দিল্লি থেকে দ্রাস পর্যন্ত এক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রিম করে ২৫ জন মহিলা ও ১৫ জন কর্মরত অফিসার। আটজন কর্মরত অফিসারের স্ত্রী এবং দুজন বীর নারি -- ২৬ জুলাই কার্গিল যুদ্ধের নায়কদের শ্রদ্ধা জানাবেন৷

Advertisement
POST A COMMENT