Advertisement

Nagpur Violence: ঔরঙ্গজেবের সমাধি বিতর্কে জ্বলছে নাগপুর, ভাঙচুর-আগুন! কী পরিস্থিতি? দেখুন

ঔরঙ্গজেবের সমাধি নিয়ে বিতর্কের সূত্রপাত। সোমবার সেই ঘটনা হিংসার মোড় নেয়। রাতে মহারাষ্ট্রের নাগপুরের মহালে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে অশান্তি ছড়িয়ে পড়ে। মহালের পর গভীর রাতে হিংসা ছড়িয়ে পরে হাঁসপুরিতেও। দোকানপাট ভাঙচুর ও গাড়িতে আগুন লাগিয়ে দেয় একদল মানুষ। ব্যাপক পাথর ছোড়াছুড়ি হয়। অশান্তি আরও ছড়িয়ে পড়ার আগে এলাকায় কার্ফু জারি করা হয়।

Advertisement
POST A COMMENT