আরও একবার কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের সভায় তিনি বলেন,'আমি শিবভক্ত। সব বিষ খেয়ে ফেলি। কিন্তু অন্য কারওর অপমান হলে আমি সহ্য করতে পারি না'।