দেশভাগের রাতেই জঙ্গিদের খতম করে দেওয়া উচিত ছিল। শোনা উচিত ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের সতর্কবাণী। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার গুজরাতের গান্ধীনগরে দ্বিতীয় দিনের জনসভা থেকে তিনি বলেন, 'দেশভাগের সময়ে ভারতমাতা দু'টি খণ্ডে ভাগ হয়েছিলেন। সেই রাতেই মুজাহিদিনরা কাশ্মীরে জঙ্গি হামলা চালিয়েছিল। সে সময়েই ওদের খতম করে দিলে ৭৫ বছর ধরে এই অশান্তি ভোগ করতে হত না। সেই রাতেই যদি মুজাহিদিনকে নিকেশ করে ফেলা যেত, সর্দার প্যাটেলের কথায় মান্যতা দেওয়া হত তবে ৭৫ বছর ধরে এই সন্ত্রাস ছড়ানোর ঘটনাই ঘটত না। '