Advertisement

VP Election: VVIP সুবিধা ছেড়ে একজন কর্মীর মতোই দলীয় কর্মশালায় পিছনের সারিতে PM Modi! হলটা কী?

Prime Minister Narendra Modi, দেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রের শাসক দল BJP রও অন্যতম শীর্ষ নেতা তিনি। কাজেই তাঁর নাম পাশের অবশ্যই VVIP শব্দবন্ধ প্রযোজ্য হয়। বরং বলা ভাল VVIP-র ও উপরে যদি কোনও পদ থাকে সেটাও মোদির জন্য প্রযোজ্য। কিন্তু সেই নরেন্দ্র মোদিই কিনা দলীয় সাংসদদের কর্মশালায় বসলেন একেবারে পিছনের সারিতে সাধারণ সাংসদদের জন্য বরাদ্দ আসনে। রবিবার, সাতই সেপ্টেম্বর শুরু হওয়া দুদিনের বিজেপি সাংসদদের কর্মশালায় মোদির এই পিছনের সারিতে বসার ছবি Viral হয়েছে Social Media য়। মঙ্গলবার, নয়ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। তার আগে দলীয় শাংসদদের নিয়ে কর্মশালার আয়োজন করেছিল বিজেপি।

Narendra Modi sits in the back row at BJP MPs workshop

Advertisement