Advertisement

National Creators Award: এই প্রথম কন্টেন্ট ক্রিয়েটরদের পুরস্কার মোদীর, তুললেন সেলফিও

সোশ্যাল মিডিয়ায় ইদানীং অনেকেই নানা কনটেন্ট তৈরি করে ভ্লগ বানান। সোশ্যাল মিডিয়ায় কনটেন্টে জোর দিতে শুক্রবার বিশেষ পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রদান করলেন 'ন্যাশনাল ক্রিয়েটরস অ্যাওয়ার্ড' (National Creators Award )। দেশের তরুণ খ্যাতনামীদের সম্মান প্রদান করলেন মোদী। ভারত মণ্ডপমে আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠান করা হয়। পুরস্কার পেলেন জয়া কিশোরী, লোকশিল্পী মৈথিলী ঠাকুর, আরজে রৌনকরা।

Advertisement
POST A COMMENT