গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয়ের মুখে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। প্রবল বর্ষণ, মেঘভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যা এবং ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৮ জন। আবহাওয়া দফতর দুই রাজ্যের একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে। উত্তর ভারতের এই হিমালয় সংলগ্ন অঞ্চলে বিপুল ক্ষয়ক্ষতি ও বিপর্যস্ত পরিকাঠামোর ছবিই এখন প্রতিদিনের বাস্তব।