Advertisement

Olive Ridley: প্রায় ৭ লাখ অলিভ রিডলি কচ্ছপ ডিম পাড়তে হাজির ওড়িশার গঞ্জামে

ওড়িশার গঞ্জাম জেলার রুশিকুল্যা নদীর ধারে বিপন্ন অলিভ রিডলি কচ্ছপের জন্য একটি প্রধান বাসা তৈরির জায়গা হয়ে উঠেছে। নদীর মোহনায় বাসা বাঁধার জন্য জড়ো হয়েছে প্রায় ৭ লাখ কচ্ছপ। বিশেষজ্ঞরা বলছেন, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর রেকর্ড সংখ্যক অলিভ রিডলি কচ্ছপ ওই স্থানে আসছে। সরকারী তথ্য অনুসারে, ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত আট দিনের গণ বাসা বাঁধার সময়কালে ৬.৩৭ লাখেরও বেশি কচ্ছপ ডিম পাড়ে। ২০২২ সালে তাদের সংখ্যা ছিল ৫.৫০ লাখ।

Advertisement
POST A COMMENT