scorecardresearch
 
Advertisement

Mine Accident: রাজস্থানের কোলিহান খনিতে মানুষ বোঝাই লিফট ভেঙে নিচে, আটকে ১৪ জন

Mine Accident: রাজস্থানের কোলিহান খনিতে মানুষ বোঝাই লিফট ভেঙে নিচে, আটকে ১৪ জন

রাজস্থানে ভয়াবহ খনি দুর্ঘটনা। রাজস্থানের ঝুনঝুন জেলার কোলিহান খনিতে ভয়াবহ খনি দুর্ঘটনা ঘটেছে। মানুষ বোঝাই লিফটের দড়ি ছিড়ে যায়। আটকে রয়েছে ১৪ জন শ্রমিক। শুরু হয়েছে উদ্ধার কাজ। উদ্ধারকাজে নেমেছে SDRF। নিমকা থানা এলাকার হিন্দুস্তান কপার লিমিটেডের এই খনিতে দুর্ঘটনা ঘটে। একজন এসডিআরএফ জওয়ানের মতে, একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১৪ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

Advertisement