scorecardresearch
 

Netaji Subhas Chandra Bose: ১৯ বার 'মারা' গিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, কাকুর মহানিষ্ক্রমণের কথা জানতেন ইলা

Netaji Subhas Chandra Bose: ১৯ বার 'মারা' গিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, কাকুর মহানিষ্ক্রমণের কথা জানতেন ইলা

'ভারত আমাদের ডাকছে, রক্ত দিয়ে রক্তকে ডাকছে, আর সময় নেই। অস্ত্র তোলো, ঈশ্বর চাইলে শহিদের মৃত্যু বরণ করে নেব আমরা।' বক্তার নাম নেতাজি সুভাস চন্দ্র বসু। জীবনের পরতে পরতে তিনি প্রমাণ করেছিলেন, বীরের শুধু জন্ম হয়, বীরত্বের কোনও অন্ত নেই। সেই নেতাজির আজ জন্মদিন। তাঁকে নিয়ে বেশ কয়েকটি ঘটনা বলব, যেগুলো হয়তো সচারচর আলোচিত হয় না। এই প্রসঙ্গে বলে রাখি একবার, দুবার নয় নেতাজির ১৯ বার মৃত্যুর কথা শোনা যায়। সেই ১৯৪২ থেকে ২০০৫ সাল পর্যন্ত। কখনও বিমান দু্র্ঘটনা, কখনও জেলে বন্দী অবস্থায় ইত্যাদি। এরকমই কিছু ঘটনার কথা রইল আজকের প্রতিবেদনে।

Unknown Facts About Netaji Subhas Chandra Bose