Advertisement

New Parliament Building Inauguration: দেশের ঐতিহাসিক দিন, উদ্বোধন হল নতুন সংসদ ভবনের

আজ দেশের জন্য একটি ঐতিহাসিক দিন। ইতিহাস তৈরি হল আজ। আজ দেশ পেল নতুন সংসদ ভবন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জমকালো কর্মসূচিতে নতুন সংসদ ভবন দেশকে উৎসর্গ করলেন। রবিবার সকালেই নতুন সংসদ ভবন উদ্বোধন করতে সংসদ ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ৭.১৫ মিনিটে সংসদ কমপ্লেক্সে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত যজ্ঞ ও পুজো চলে। এর পরে, নতুন সংসদ ভবনে ঐতিহাসিক এবং ধর্মীয় সেঙ্গোলও স্থাপন করা হয়। তারপরই উদ্বোধন করেন নতুন সংসদ ভবনের। ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

PM Modi Inaugurates New Parliament Building Today

Advertisement
POST A COMMENT