Advertisement

PM Modi: '১৪০ কোটি ভারতবাসীর আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিবিম্ব এই ভবন' প্রধানমন্ত্রী মোদী

ভারত গণতন্ত্রের জননী, মাদার অব ডেমোক্রেসি। এই নয়া সংসদ ভবন আত্মনির্ভর ভারতের সূর্যদয়ের সাক্ষী হবে। আগামী ২৫ বছরে এখানে তৈরি হওয়া আইন ভারতকে গরিবী থেকে বেরতো সাহায্য করবে, যুব ও মহিলাদের জন্য সুযোগ তৈরি করবে', নয়া সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, 'এটা শুধু একটি ভবন নয়, এটা ১৪০ কোটি ভারতবাসীর আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিবিম্ব। এই নয়া সংসদ ভবন ইছাশক্তিকে ক্রিয়াশক্তির সঙ্গে, সংকল্পকে সিদ্ধির সঙ্গে জোড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই নয়া ভবন নতুন ও পুরাতন অস্তিত্বের আদর্শ।

Advertisement
POST A COMMENT